শেকড়ের মতো ছড়িয়ে আছে দেহে শিরা উপশিরা,
হাতের রেখা যেন,জীবনের গন্তব্যপথ।

আকাশের মতো বিশাল উন্মুক্ত বুক,
বাহুডোর জানিয়ে দেয়,এসো কাঁধে মাথা রেখে
কাঁদতে পারো যতখুশী।

বেঁচে থাকা থেকে শেষযাত্রা,
কাঁধ ছাড়া দেবার মতো কিছুই নেই আমার কাছে।

© Farhan Noor Shanto