যদি ভালোবাসো,
কফি সোদা গন্ধ হবো
হবো কফির ধোয়া, তোমার ঠোঁটের উষ্ণতা।
যদি ভালোবাসো,
ভরসার কাঁধ হবো
জাপটে ধরে এককার করে নেবে আমায়।
যদি ভালোবাসো,
শীতের কুয়াশা হবো
তোমার জানালার কাঁচে, ভালোবাসি – লিখে দেব।
যদি ভালোবাসো,
তোমার জানালার দখিনের হাওয়া হবো
তোমার গোছানো চুল,বই-খাতা,ছবির অ্যালবাম
এলোমেলো করে দেব।
যদি ভালোবাসো,
কাঁচের চুড়ি হবো
রিনিঝিনি রিনিঝিনি শব্দে, পাগল করে দেব তোমায়।
যদি ভালোবাসো,
তোমার মন খারাপে পাশে রবো
চোখের জল গাল অবদি পোঁছুতে দেব না,
তোমার রুমাল হবো।
যদি ভালোবাসো,
ঘাসের বুকে মাথা পেতে দেবো
তোমায় দেখতে থাকবো ।
যদি ভালোবাসো,
মাঝরাতের জোনাক পোকা হবো
পিঠে করে জোৎস্নার আলো নিয়ে আসবো
তোমার ঘরে।
যদি ভালোবাসো,
ভোর হবো, সদ্য ফোটা শিউলী ফুল হবো
যার শিশিরের প্রতিটি ফোঁটায় ‘ভালোবাসি’ লিখে দেব।
যদি ভালোবাসো,
ভোরের শিশির হয়ে, ঘাসেদের বুকে
রোদ পোহাবো।
তুমি না’হয় সূর্য উঠলে মিলিয়ে যেও।
তুমি ভালোবেসো, তুমি ভালোবেসো।
© Farhan Noor Shanto