জ্যৈষ্ঠের নিমন্ত্রণে
কালো মেঘ দর্শন, স্বচ্ছ কাচের বুকে বৃষ্টি,
আঙ্গুল বোলানো।
নেই ভেজা চুলের সুবাস,
সবেতেই ভেজা মাটি, প্রকৃতির গন্ধ।
ডানা ঝাঁপটায় ভেজা শালিক,
বারিদের বায়।
আসেনা রবি, পাখা মেলেনা রশ্মি
বড্ড স্যাঁতস্যাঁতে ঝড়ের দিন।
বিপন্ন জীবন,
রক্তহীন ধবধবে সাদা হাত
দেবে এ ঝড়, এক মুঠো ভাত?
নাকি বসত বাড়ির মতো,
উড়িয়ে নেবে ক্ষুধা, যন্ত্রণা।
এ ঝড় বাদল কারোর জীবনে,
রোমান্টিকতা, কবিতা কাব্য, গানের কলি।
কারোর জীবনের মানেই ঝড় বাদল
চোখের সামনে ভেসে যেতে থাকে সব।
এ জীবন বলে, আমায় সঙ্গে নিলেই পারো
বসত বাড়ি ভাঙন, ঝড় - আমি কেন তোমার
নিয়ে যাওয়ার তালিকায় থাকিনা ?
বলতে পারো ?
আমি তো ওদের থেকেই বেশি তুচ্ছ
বাতিল জীবন, শূন্য হাতে
অন্তত ঝড়ের ঝঞ্ঝাটের সঙ্গী তো হতে পারি।
[২০২০]