আর আমার
         থেকে যায়
নির্ঘুম রাত।

          ল্যাম্পপোস্টের আলো
উঁকি দেয় খিড়কিতে।

বালিশে তোলপাড়
            ভাবনার ছুটোছুটি
তবু ক্লান্তিতে আসে না
                        ঘুম।

আমাকে খুঁজে নিতে হয়
                              প্রশান্তি
একটা অবয়ব
               আশ্রয়।