আমার পায়ের শিরা উপশিরার সাথে,
মিশে যেতে শুরু করেছে গাছের শেকড়।
সে শেকড় ছড়িয়ে যেতে যেতে,
মাটির গভীরে জাল বিছিয়েছে যেন।
আমার রক্ত তখন,
শেকড়ের মাটির সাথে মিশে একাকার।
ভেতর ভেতর আমি যেন,
একটি গাছ হয়ে উঠতে শুরু করেছি।
আমাকে যত্ন করা হচ্ছে,
আমি বেড়ে উঠছি।
আমার দৃষ্টি মাটি ভেদ করে,চলে গেছে
মাটির গভীরে।
যেখানে শেকড়েরা কামড়ে ধরে রেখেছে মাটিকে,
ওরা পানি শুষে নেয়।
ওরা অন্য গাছেদের সাথে জড়িয়ে থাকে।
গাছেদেরও একা বাঁচতে ভালো লাগেনা।
একটি শিশু যেমন যৌথ পরিবারে সানন্দে,স্বচ্ছন্দে
হেসে খেলে বেড়ে ওঠে।
তেমনি গাছেরাও বেড়ে উঠতে চায়।
কখনও কখনও ওরা আশ্রয়স্থল হয়ে ওঠে,
ঠাঁই দেয় ঝড়ের পাখিদের।
যে পাখির কোনো বাড়ি থাকেনা,
মৃত গাছ জানে,বাড়ি ফেরা পাখির যন্ত্রণা।
আমি গাছ হয়ে উঠতে চাই,
ছায়া দেব,ঠাঁই দেব ওদের।