আমি আর ফিরবো না অপেক্ষা হয়ে।
আমার জন্য জমিয়ে রেখো না,
ছাদের সিঁড়ি ঘরের শীতল ছায়া।
স্বচ্ছ আয়নার বুকে মিলিয়ে যাওয়া হাসিমুখ,
চিরুনিতে আটকে থাকা চুলেও,
আমি আর নেই।
ভেজা গামছার সাথে শুকিয়ে গেছে,
আমার শরীরের গন্ধ।
পুরোনো ক্যালেন্ডারেই যাচ্ছে দিন,
পুরোনো বই-খাতা থেকে উঁকি দিচ্ছে কবিতারা।
জমানো আক্ষেপের কাছে উষ্ণতা কুড়াই।
আমি ফিরবো না আর,
নিজের সাথে আমার দেখা হয়ে গেছে।
অপেক্ষা বাড়ি ফিরে যাও,
ভালো থেকো তুমি,সাবধানে ফিরো।