গাছের পাঁচিল বেয়ে ওঠা চাঁদে,
দূরে ঐ ঈদ ঈদ গান

মোদের জীবন করো বরকতময়,আল্লাহ্
করো পরিশুদ্ধ বান্দার মন,প্রাণ।