সব দূরত্বই কাছে নিয়ে যায়।

হয় বিপরীত মানুষটার কাছে,
নয়তো,
তোমার নিজের কাছে;নিজেকে।

আর যারা নিজের কাছে ফিরে যেতে পারেনা,
তাদের থেকে অসহায় আর কেউ নেই।