তোমাকে,
ভালোবাসতে চাওয়াটা;
বুঝেশুনে -
সংবিধান ভঙ্গ করার মতো।

যার শাস্তি,
এখনও পেতে হচ্ছে ।

নিজের অস্তিত্বের কাছে,
ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছি রোজ।

নিশ্চিত ভাবেই জেনেছিলাম,
তোমাকে না পাওয়ার অনিশ্চয়তা
আমাকে গ্রাস করে দেবে ।

তোমাকে হারাতে গিয়ে,
নিজেকে হারিয়ে বসে আছি ।

তবু তুমি,তোমার মতো আছো,
তোমার নিজস্ব জীবন,সংসার,
টিউশনি শেষে বাড়ি ফেরো,দেখি!

তোমার অতলে,
যে গিরিখাদের আটকে গেছি আমি,
তা থেকে বেঁচে ফিরলেও,
নিজের কাছে অস্তিত্বহীন হয়ে যাচ্ছি।

এখনও ভাবি,এ শাস্তির দণ্ডবিধির
শেষ কোথায়!

সংবিধান,সংশোধন করার মতো
দুর্বোধ্য হয়ে গেছে জীবন।