ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
মানুষের চেয়ে নাকি ধর্ম বড়!

এত সংঘাত ঝগড়াবিবাদ,
সৃষ্টিকর্তা ওদের মানুষ করো।

রেষারেষি দাঙ্গা হত্যা,
মানুষ মরে মানুষের হাতে

মূর্খতা আছে বলেই,
এত হিংসে ওদের ধর্ম জাতে।

উগ্রতা তো সবখানেই আছে,
আছে ধর্ম বিদ্বেষী

ওদের জন্যই শান্তি হারাই,
হারাই কত প্রতিবেশী ।

বাঁচতে হবে মিলেমিশে ,
তোমায় আমায় মিলে

ধরণীতে আমরা ক্ষণস্থায়ী ,
যাবোই তো ছেড়ে চলে ।

তাই একতা জরুরী,
কুচক্রীরা,যেন সুযোগ না পায়

রুখতে হবে এই আমাদের,
জান যদি জান যায়।

উগ্রদের নেই ধর্ম কোনো,
নেই সৃষ্টিকর্তার ভয়

ওদের পতন অনিবার্য দেখো,
হিংসেতেই ওদের ক্ষয় ।

তোমার ধর্ম তুমি মানো,
আমার ধর্ম আমি

ধর্মের চেয়ে মানুষ বড়
মানুষ অনেক দামী ।