আমাদের দেখা হওয়া বাকি,
সাথে চা,একটু গল্প টুকিটাকি।

তোমার চুলের ক্লিপ ছুঁয়ে যাবো,
সূর্যমুখী গুঁজে দেবো খোঁপায়

এমনি করেই তাকিয়ে থেকো,
শিশুর মতন স্নিগ্ধ,মায়ায়।