দেখা হবে,
আবার দেখা হবে, নতুন পৃথিবীর বুকে
দেখা হবে,
ট্রাফিক জ্যামে আটকে থাকা, ভিড়ের মুখে।

দেখা হবে,
লাইব্রেরীতে, একই বই কিনতে যাওয়ার ছলে
দেখা হবে,
বইয়ে গুঁজে দেয়া চিঠি, কিছু কথার আড়ালে।

দেখা হবে,
বিস্তীর্ণ পার্কে, ফুচকা কিংবা টঙ দোকানে
দেখা হবে,
আষাঢ়ে গল্প যেখানে, বৃষ্টি ডেকে আনে

দেখা হবে,
পাঁচ টাকা খুচরো হবে? সে সময়ে
দেখা হবে,
মুখোমুখি দু’জন, তাকানো ভয়ে ভয়ে।

দেখা হবে,
নদীর স্বচ্ছ পানি, পা ডোবানো মুহূর্তে
দেখা হবে,
আমার চাপদাড়ি পাঞ্জাবি, তোমার বাহারি আঁচল শাড়িতে।

দেখা হবে,
হাওয়াই মিঠাই, বাড়ানো ঝাল, ফুচকার প্লেটে
দেখা হবে,
সন্ধ্যে নেমে এলে, বাড়ি ফিরবো দু’জন ফুটপাতে হেটে হেটে।

দেখা হবে,
অসুস্থ পৃথিবীর পরে, সুস্থ পরিবেশে
দেখা হবে,
নতুন ভোরের গানে, রোদকে ভালোবেসে।

(করোনাকালীন সময়ে - ২০২১)