রঙকে আমি ,
ঠিকঠাক নামে খুঁজে নিতে পারিনা।
হালকা, গাঢ় অনুপাতে নামের যে ভিন্নতা আসে,
সেই ব্যাপারটা বড়ই বিদঘুটে লাগে আমার।
পছন্দের যে ক'টা রঙ - তাদের কি নামে ডাকবো সেও ভেবে পাইনা আমি।
যেমন ধরুন - চা বানাতে গেলে,
কাপে আদার ওপর দু ফোঁটা লেবুর রস দেবার পর যে,
রঙটা দেখা যায়, সেই রঙটা
আমার ভীষণ ভালো লাগে।
জাম খেতে খেতে জিহ্বায় যে রঙটা দেখা যায়
সেটাও অন্যরকম এক ভালো লাগায় পরিণত হয়।
তরকারির পাতলা ঝোল,
বেখেয়ালে কাপড়ে যাবার পর,
যে রঙের দাগটা বসে যায়, সেটাও ভালো লাগে।
আর এই তরকারির পাতলা ঝোলে,
ভেসে থাকা তেল - যেন রাতের আকাশের তারাদের মতো মনে হয়।
ঠিক তেমনি ভাবে,ধবধবে সাদা ভাতের সাথে লালশাক মাখানোর রঙটা ভীষণ পছন্দের।
রোদের তাপে শুকনো মাটি ফেটে যাবার পর তাতে দু পসরা বৃষ্টির স্পর্শ পেলে,
মাটি সেটা শুষে নেবার পর - যে রঙটা দেখতে পাই
সেটা চোখে লেগে থাকে।
আগুনে পোড়াতে পোড়াতে লোহা যে রঙটা ধারণ করে
তাকেও আমার ভীষণ পছন্দ।
জং ধরা তালা,মরচে পরা ডাকবাক্স,
পানিতে ভেজানো ব্ল্যাকবোর্ডে লেখার চক - এদের রঙ
না চাইতেও চোখের সামনে ভাসতে থাকে।
আমি তাদের নাম দিয়ে বেধে দিতে চাই না,
রোদ আলো বৃষ্টি কিংবা অন্ধকার আকাশের দিনগুলোতে
এরা এদের রঙটা মন মতো পাল্টে নিক।
আর আমার প্রিয় রঙের তালিকায় কালো সবার আগে।
প্রথম চোখ খোলার আগ থেকে শেষবারের মতো
চোখ বোজার সময় অবদি,
কালোই আমাকে বুঝিয়েছে,
সে'ই সত্য।
বাকিসব প্রতিফলন মাত্র।
© Farhan Noor Shanto