বেখেয়ালী এ সন্ধ্যা রাতে,
ক্যানভাসে হেসে ওঠা একাকীত্ব
ধুলোয় মোড়ানো সে সোডিয়াম ল্যাম্পপোস্ট ;
ঠিক তেমনি আমার ভালো থাকা ; সবে'মিলে
মিশ্রিত অনুভূতির মেলা বসেছে
আমি আমার বিলিয়ে দিয়েছি
না'লেখা চিঠির ভাঁজে,
তেতো এ মুহূর্ত সে সময়কে ঘিরে
কোনো দিনলিপি রচিত হয়নি,আমার ডাকনামে
এরপরও জেগে থাকা, সন্ধ্যেরাত কিংবা
নিভু নিভু হারিকেনের আলোয়।
যারা পাহারা দিচ্ছে, একাকীত্বকে ;
সে সর্বদা পাশে রবে, জ্যোৎস্নায়
চাঁদের ধোঁয়াটে আলোয় ন্যায়।
(২০১৫)