আমি চেয়ে দেখি,
কোন সে দূরবর্তী নগরে তুমি থাকো।
তুমি থেকে যাও,না থাকার মাঝে,
তোমার নিজস্ব শহর, সংসার।
তোমার পরিচিত বাড়ির গলি,
দেয়াল,দেয়ালে লাগানো পোস্টার,
সন্ধান চাই।
আমি হেঁটে ফিরি,টিউশনি শেষে
শুন্য গলির ভেতর থেকে মিলিয়ে যাই অন্ধকারে।
যেখানে আমি এক বহিরাগত প্রেমিক।