কবিতার দরজায় কড়া নাড়ে মন,
প্রদোষে বাতি জ্বেলে।
সাড়া না পেয়ে ফিরে যাই
সায়রের কাছে।
মুখ বুজে থাকি, একেলা।
দূর ভেসে যায় তরী
অভিমানে সোপানে রাখি চশমা।
দরজার সামনে রেখে এসেছি
লেখার খাতা।
কোনও অভিযোগ লিখিনি,
চাইনে বোঝাপড়া।
শুধু বলি,
সাড়া না পেয়ে যদি, না ফিরি আর!
কবিতা, পারবে কি আমায় খুঁজে নিয়ে
আমার লেখার খাতার কাছে ফিরিয়ে দিতে?
তোমার চেয়ে,
আমার অনুপস্থিতি,লেখার খাতাকে গ্রাস করে দেবে।
পারবে কি, তার দায়ভার নিতে?