তোমার শুধু আভিজাত্য,
ঔদ্ধত্যে চলাচল

তোমার থাকুক অট্টালিকা,
আমার মফস্বল।