পুরো বিশ্বে যখন আতশবাজি,
প্যালেস্টাইনে তখন বোমা বিস্ফোরিত

পাখিদের ছুটোছুটি চারিদিকে এখন,
মানুষ,তোমার ধ্বংস অবধারিত।