বালিশে ঘুমের ঘ্রাণ।
শতাব্দির ভাবনায় নিয়ম করে রোজ
নেমে আসে ভোর।
এ ভোরে,
পাখিদের আওয়াজের সাথে, ফিরে আসে
মিষ্টি রোদ্দুর প্রজাপতির ঝাপটানো নিয়ে।
এ রোদ,
বালিশের খুব কাছে এসে ভীড় করে।
শরৎ এর কাশফুলের মতো
তুলতুলে বালিশে,
ঘুম জড়ানো এক আলসেমি ভোর লেগে থাকে।
জানালার পর্দা মগ্ন চোখ,
ইচ্ছে পূরণের এক কাপ ধোয়া ওঠা চা
পাশ টেবিলে কেউ রেখে দিয়ে যাক।
ঘুম জড়ানো মোহে, এ এক ঘোরের মতো।
মনে হয়, না ছাড়ি বিছানা
আরও একটু শুয়ে থাকা যাক,
আবছায়া রোদে আধখোলা চোখে।
শুধু ঠোঁট সম্মতি জানায়,
চা'য়ে চুমুক দিতে।
রোদ যাতায়াত করুক আমার ঘর জুড়ে,
অগোছালো বিছানায়, টেবিলে বইয়ের স্তূপে।
কিংবা, ধূলো জমে যেতে যেতে ,
যে বইটা ধূসর হয়ে আছে
সেই বই'এ পৌঁছে যাক ভোরের আহ্লাদি রোদ।