চুম্বনের থেকে ফিরিয়ে নিয়েছি ঠোঁট,
সঙ্গমে বৈধতা আসেনি এখনও

কামনার থেকে ভরসা অর্জন জরুরী,
ভালোবাসায়,যৌনতা হেরে যায় কখনও।