এই মৃত সময়,
মৃত তুমি,
মৃত আমি।
আমরা অনুভূতিহীন,
আমরা আছি একা বাঁচার প্রচেষ্টায়।
মনুষ্যত্ব ঢেকুর তুলেছে,
খ্যাতি,পরিচিতির কাছে হেরে যায় বন্ধুত্ব।
সফলতায় শুভাকাঙ্ক্ষী জোটে অজস্র,
অর্থের মানদণ্ডে মাপা হয় মানুষ।
অথচ মানুষই এনেছিল অর্থ,
সেই অর্থই মানুষকে দূরে ঠেলে দিচ্ছে।
মৃত্যু,বিচার,হিসেব-নিকেশ,
ভাবো।
একটা শুন্যর ভেতর তলিয়ে যেতে না চাইলে,
ভাবো।
তোমাকে সহস্র সুযোগ দেয়া হচ্ছে,
তোমার অজান্তেই।
ভাবো।