রাস্তায় পোড়ে গাড়ি
উনুনে শুন্য হাড়ি,
জীবন গেছে থেমে
বাঁচি নাকি মরি ?
সামর্থ্য নীরবে কাঁদে
ভাত মুক্তোর দানা,
বাড়ছে মূল্য সবেই
নেই কমানোর বাহানা।
মানুষ জিম্মি ক্ষুধায়
পেট মানেনা হরতাল,
পুড়ছে দেখ জনজীবন
ফিরবে কবে হাল?
বাঁচার লড়াই এইতো
সবার মাঝে ভাতনীতি,
ভাতের জন্যই ছুটেছি
ভাত বোঝেনা রাজনীতি।