যে হাতে একমুঠো চাল,
ভিক্ষা দাও,
সে হাতেই মুঠো ভরে চাল,
উনুনে বসাও।

খিদে একই রকম হলেও,
উপার্জন আলাদা,
প্রতিবার চাল বদলে ফেললেও,
সব ভাতই কিন্তু সাদা।