ব্যর্থতা ছুড়ে ফেলো,
খোঁজো নিজেকে,
নিজের আত্মতৃপ্তিতে লিখে ফেলো
সার্থক আত্মকথনের বাকিটা অংশ।
ফলাফলে শূণ্য পেয়েছো?
প্রাপ্তী হিসেবে কুড়িয়ে নাও ওটাই।
এবার নিজের চেষ্টায় অর্জন করো আরেকটি সংখ্যা
যা তুমি শূণ্যর আগে জুড়ে দিয়ে,
শূন্যকে জোড়ায় বাঁধতে পারো।
হিসেবের এই খেলায় তুমিই সেরা খেলোয়াড়।
জীবনে যতবার হোঁচট খেয়েছো,
হাটার শক্তি হারিয়েছো কি?
না!
তুমি তো সৌভাগ্যবান।
যার পা নেই,চলার শক্তি নেই
সে’কি হেরে গেছে নিজের কাছে?
না নেই,
সেও দিব্যি বেঁচে আছে।
তুমিও বাঁচছো, এটাই সার্থকতা।
তোমার গোপন দুর্বলতা তুমিই জানো,
তোমার ভয়েতে তুমিই ভীরু,
পিছপা হয়ে আসো।
তোমাকেই পেরিয়ে যেতে হবে সব।
তোমার জন্ম হয়েছে কেন?
কেন বেঁচে আছো জগৎ সংসারে,
খোঁজে সে কারণ!
এত সহজে ব্যর্থতার কাছে ফুরিয়ে যেও না।
ধূসর মরুভূমির বুকে
একফোঁটা জলের মতো হয়ে যাও,
হয়ে যাও খুব সাধারণ কোনোও হাসি মাখা মুখ।
যেন,তোমায় দেখে অন্যর মনে
অনুপ্রেরণা জাগে বেঁচে থাকার।
সংশয় এলে,আত্মবিশ্বাসের কাছে ঠাঁই খোঁজো।
এতকিছু থাকতে তুমি একা নও।
একা হলো ব্যর্থতা,
তাই তো সে তোমাকে চাইছে।
তুমি ব্যর্থতাকে, ব্যর্থ করে লিখে যাও
তোমার বেঁচে থাকার সফল গল্প।
© Farhan Noor Shanto