বিষাদ কিংবা অট্ট হাসিতে,
ছুড়ে না ফেলি চুড়ি।
আস্ত থেকে যাক সেসব।

আমার ঘর জুড়ে,
বাড়ির উঠোন জুড়ে এলোকেশে,
আমি দাঁড়িয়ে দেখি,নিজেকে।

পায়ের আলতা মাখা ছাপ না পড়ুক,
ছায়া শীতল একটা মুহূর্তে,
রোদ পোহাতে থাকি।

কখনও কখনও ,
বিষণ্ণতাও উৎসবের মতো লাগে।
জীবন শিখিয়ে যাচ্ছে রোজ,
চলতে চলতেই সে শেখা।

নিজের ভেতর নিজেকে বাঁচিয়ে রাখি,
মূল্য দিতে শিখেছি,নিজেকে
নিজের অনুভূতিকে।

নিজের সঙ্গতা উপভোগ করার থেকে,
চমৎকার কিছু হতে পারে না।

জীবন,খুব কাছ থেকে দেখি আমি,
তোমরা দূর থেকে আমার বেঁচে থাকা দেখো।


(নারী চরিত্রে)