যে বাউল মোরে গায়ের কথা কয়,
সুরের সাথে যার সংসার বাঁধা,বাঁধা গান

যার গানে পাই বিধুর সুর,
তারে মোর নিজ মানি,মানি স্বজন সমান।

পালের হাওয়ার মতো দোলে, তার চুল
তার চুলের পরশে ধন্য একতারা

যে পথে তার বিচরণ,ফেলে আসা সে পথ,
সে পথ তারে ছাড়া দিশেহারা।

চেনা সুরে গেয়ে যায় সে,অচেনা সুরের টানে,
সুরের টানে বাতাসে তাল মেলায়

তারে না ডাকি পিছু,চলুক সুরের ভ্রমন জগৎ জুড়ে,
জুগৎ জুড়ে, তার চরণধূলি যেন সকলে পায়।

কাছে ধরা না দিক,তার সুর কেবল ভেসে থাক,
ভেসে থাক কানের খুব কাছে

বারে বারে উদাস বাউল,আমায় টানুক তার সুরে,
তার সুরে,আমার ভেতর সে থাকুক বেঁচে।

© Farhan Noor Shanto