এত বিষাদ রয়েছে জমে।কাঁদবো,
জড়িয়ে ধরার বাহুডোর কই?

হারিয়ে ফেলেছি,,বসন্তের কোকিল
বিষাদ বলতে,নিজেকেই ছুঁই।