আমি জানি এ অনুভূতির কোনো ব্যাখ্যা
আমি দিতে পারবো না।

বাতাসের এ ঘ্রাণ,স্নিগ্ধতা
সবুজের শীতল মায়া,
এক ফুসফুস ভরা নিঃশ্বাস,
যাকে নিয়ে গোটা একটা কবিতা লেখা যেতেই পারে।

সারাদিন বেদুঈনের মতো ঘুরেফিরে
আমি ঠিকই ফিরে আসবো।
আমাকে আসতেই হবে যে।

দু'পায়ের কাছে লেগে থাকা কাদামাটি,
স্যাঁতসেঁতে।
ধানের পোকা কিংবা ঘাস ফড়িং,
ওদের নিয়েই চলে আসবো নির্বাসনে।

বাতাসের হিল্লোল যেন বলে যায়,
দু'হাত ছড়িয়ে যাও।

ভেবে নাও,
তোমার বেঁচে থাকার এ সময়টুকু
তোমাকে সুযোগ দিয়েছে,
জানিয়েছে,
বাঁচো।