মানুষ;মানুষ হারায়,
মানুষ কাঁদে,
মানুষের মূল্য,মানুষ দিতে জানেনা
তারাও দেখেছে কত,
মানুষের বিচ্ছেদ যত,
তবু মানুষ,মানুষ ধরে রাখতে চায়না।
আমারও কবিতা কত,
হারিয়েছি আমি,
কবিতায় সেসব বলে দিতে পারি
তোমার জন্য কত,
অনুভূতির ক্ষত,
শুনবে কে তা? বলো - কল্পনারী।
কলম কথা বলে,
হৃদয় শান্ত,
চোখের বাহিরে চলে গেছ তুমি
স্মৃতিরা পরবাসী,
আমি মৃদু হাসি,
কবিতায় তুমি আসো,তুমি কত দামী।
তোমাকে খুঁজিনা আর
তোমাকে পাইনি,
তবু জীবন চলছে আপন মনে
হাতে কবিতার বই,
সঙ্গে চা,
বাঁচি অনুভূতি নিয়ে,আত্মগোপনে।