আমার জন্য বরাদ্দ ছিল জীবন,
জীবন থেকে জীবনবোধ - দর্শন,বাস্তবতা।

হোঁচট শিখিয়েছে স্তব্ধ পায়ে চলা,
সফর জানে,জানার সীমা অসীম।

হাতের কাছে সাদা পাতাদের আর্তনাদ।
মলাট তখনও বাঁধতে শেখেনি বই।

অনুপ্রেরণা থেকে শব্দ কুড়িয়ে নিই আমি,
কলম মুসাফির হয়ে ঘোরে,
কবিতার দেশ থেকে গা।

বাধ্যতা মেনে নিতে শেখেনি কবিতা,
ব্যাকরণ কখনো কখনো বিপরীতগামী।

আমার জন্য মিথ্যে থাকুক পাওয়া,
কবিতায় বাঁচি,কবিতায় শ্বাস নিই আমি।