যে বিকেলের রোদ ছাদে, আমাতে
দু চার স্পর্শে ভালোবাসার চিহ্ন রেখে গেল,
রেখে গেল, কথাদের হাজার খানেক প্রলেপ।
আমার উষ্ক মুখের শুকনো দাড়িতে – সন্ধ্যের হাওয়ার পরশ,
যা নিয়ে একটা রাত অচিরেই ঘুমিয়ে যেতে পারি।
যে হাওয়ার স্নিগ্ধতায় চোখ বন্ধ করে অন্ধকারে অন্ধ
সেজে বসে থাকা যায়।
আন্দাজে ঠিকই জানালার পাশটা খুঁজে নেয়া যায়,
সে’তো অন্ধত্বে, অন্ধকারের সাথে খানিক স্বার্থক পরিচিতি।
থাকুন না বাদ বাকি সবেতে স্তব্ধতা,
অন্ধকারে, এ আমার রোজকারের নিবিড় চলাচল।
অন্ধকারে আমার শেষ কথাটুকু
ছুঁয়ে নেয় অন্ধ সাজা দু’চোখ, শেষ রাতে পড়ে থাকে
ভালোবাসা অবশিষ্ট কিছু।
যে ভালোবাসায়, গোপনে আমার ঘরে মাকড়শা বাসা বাঁধলেও
আমি আর রেগে যাই না।
যে ভালোবাসায়, ঝড়ের তোপে পড়লেও আমি আর
ছাতা খুঁজে ফিরি না।
যে ভালোবাসা, আঁধার মুখী
ঘরের ভেতর চোখ বুজে পাই, অরণ্যের দোল খাওয়া।
লতায় পাতায় ঝাউবনের নাম লেখা।
উড়ন্ত ঘুমের থেকে কুড়িয়ে নিই আমার
ঘুমের বালিশ,
কবিতার শিরোনাম।
উদ্ভট চিন্তার ভীড়ের থেকে ধ্যান-মগ্নতা ভেঙে,
ফিরে আসি ভোরের শুভ্রতায়।
ফের শুরু হয় আরেকটি দিন,
অগোছালো ভোর, সস্তা কিছু ভাবনায়
আরেকটা আমার আমির।
© Farhan Noor Shanto