কখনও কবিতা অশ্রুকবলিত,
কখনও অট্টহাসি,হেসে কথা বলে
জীবন চলছে আপন গতিতে,
মানুষ বাঁচে,বেঁচে থাকার ছলে।
আমিও কবিতায় বাঁচি,
ফিকে হয়ে আসে অনুভূতি সব
থেকে যায় স্মৃতি অ্যালবাম,
শূন্যতায় থাকে,সেসব স্মৃতিদের কলরব।
তারাও নিজেকে খোঁজে,
যারা হারিয়েছে মানুষ,হারিয়েছে কতশত
ঠোঁট,কলম মৃদু হাসি শিখেছে,
মানুষ কবিতাও,কখনও কখনও অশ্রুকবলিত।