অশ্রু,ক্ষত ধুয়ে দিতে শেখেনি,
ব্যথা তীব্র হয় আরও

কথা নেই,কান্নার দিন এলে,
আমায় জড়িয়ে ধরতে পারো।