আশ্বিনের দমকা হাওয়ায়,
শরৎ এর বৃষ্টি মোর হাতে
এ কেমন শীতল পরশ,
মন ছিল অনেককাল অপেক্ষাতে।
রাস্তা গিয়েছে মিশে দেখ,
জল থৈথৈ ঠিকানায়
মুঠোবন্দি শরৎ নিয়ে,
কেউ কেউ বাড়ি ফিরে যায়।
তারপরেতে সন্ধ্যা হলো,
চাঁদের দেখা মেলেনি আজ
বৃষ্টির রাজত্বে নীরব সব,
দূরে ঐ বজ্রের কোলাজ।
রাতের গল্পটা আরও নির্জন,
ভোর হতে এখনও দেরী
আশ্বিনের মেঘলা দিনে
সূর্য নেই,রোদ ফেরারি।