ছুয়ে আছে নিবিড়তা ঠোঁট।

বৃষ্টি দমকা হাওয়া,
রাতের রঙিন বাতি ভেজা
গর্তে জমা জল, আলোর খেলা করা
বৃষ্টিতে ভেজা পিঠ, বুকে শব্দঋণ ।

উদাসীন ঝিম মারা রাত
শূণ্য গলির ভেতর কুকুরের দাপট
দৌড় চিৎকার ,
অসুখে কাতরানো গলির মোড়ের পাগল।

আহ্লাদ অট্টহাসিতে রমরমা
দালানবাড়ির বিলাসিত জীবন।

ক্রমশ সাদাটে হয়ে আসা,
ফুটপাতের শিশুর চোখ,
নেই ঘুম।

বাসা ভেঙে যাওয়া পিঁপড়ের ছুটোছুটি
চা'য়ের দোকানে ভেজা মাটির চুলা।

আর, উন্মাদের বিদঘুটে ভাবনা,
কবিতা প্রয়াস।