বিষাদের বুকে চলমান সময়,
স্বতঃস্ফূর্ত তোলপাড়
ঘনিয়েছে দুর্যোগ, একটু ঝড় হোক।
ধ্বংসের বুকে চাপা পড়ে থাকে ,
এক মুঠো জীবন।
সিলিং ফ্যান, ফাঁশ দেয়া ওড়না
মৃতদেহ?
রাত জাগা কান্না,
ঠোঁট গালে লেপ্টে থাকা লিপস্টিক
চোখের নীচে কালচে কাজল,
বিভৎস মুহূর্ত।
মনের বিরুদ্ধ মিথ্যে বলা ঠোঁট,
স্নানের পর ভেজা চুলে,
বিষিয়ে তোলা মাথাব্যথা ভোলা।
দাঁতের চাপে আনমনে কাটাকুটি করা ,
ওড়নার সুতো
জেদ, রাগ।
ক্রমাগত তেড়ে আসে অযাচিত ভাবনা,
জেনেবুঝেই শামুকে পা কাটা।
একগুঁয়ে পড়ে থাকা,
লাঞ্ছনা নাকি অভিমানে কঠিন হয়ে ওঠা
সেসব হিসেব নিয়ে কিছুতে যায় আসে না।
বিষণ্ণ চোখ দুটো কেবলই ঘুমোতে চায়,
ধার করে নাকি কিনে আনা ঘুম
ওসবে বাক্যব্যয় চায় না সে, চায় ঘুম।
ধ্বংস,ঝুলন্ত ওড়না,
কিংবা চোখের কোণে রাত্রি ঘনানো অন্ধকার
সব ছেড়ে ছুড়ে মৃদু হাসিতে ঘুমিয়ে পড়তে চায়।
যে হাসিতে কোনো শব্দ নেই,
গোপনে আলিঙ্গন মেখে,
পাশ বালিশে জড়ানো,প্রশান্তির এক ছোট্ট ঘুম।
অন্তত মাটিতে মিশে যাওয়ার আগে,
এটুকু চাইবার বাকি।