একটা বিকেল বেলায় কিছু অক্ষর দিতে পারি,
দিতে পারি লাটাই - রঙিন ঘুড়ি

তুমি শুধু শব্দ বুনো নিজের মতো করে
আমি বরং, লাটাই সামলে ধরি।