নিশি প্রেমের পদ্য - ০১

যে আমায় প্রেম শিখালো
তারেই আমি খুঁজি।
তার বিহনে জোৎস্না রাতে
দাওয়ায় দু'চোখ বুজি।

নিশি প্রেমের পদ্য - ০২

প্রণয়ে না হোক,
অভিশাপেই ইয়াদ করো।
অন্তিমদশায় নাই বা থাকো,
খাটিয়াটাই ধরো।

নিশি প্রেমের পদ্য - ০৩

তোমার মতন আমিও তোমায়
ভুলে যাবো যেদিন।
তোমায় নিয়ে কবিতা লিখা
আর হবেনা সেদিন।