বিনা কারনে ইচ্ছাকৃতভাবে এক পিঁপড়া মারিয়াছো।
আমি ইহাকে নিষ্ঠুরতা বলি।
সাময়িক তুষ্টি ভোগে ভ্রুণ ময়লার স্তূপে ফেলিয়াছো
আমি ইহাকে নৃশংসতা বলি।
নিত্য পদদলিত হইয়্যা যত না পিঁপড়া মরিতেছে
ততোধিক মনুষ্য খুন হইতেছে মনুষ্যের হস্তে।
ইহা কি তোমাদের নিষ্ঠুরতা জ্ঞানের সীমানায় পড়ে নায় আদৌ?
ধর্মের নামে মানুষ মারিতেছে,
তোমরা নিশ্চুপ হইয়্যা ঝলসানো মুরগির রান চিবাইয়াছো।
মোরগ পোলাও গিলিয়া ঢেকুর তুলিয়া
কহিয়াছো আরেক টুকরো আনতো দেখ্যি।
আর ধর্মের নামে গো-জবাই কিবা পাঠা বলি দেখিয়্যা তোমাদের চিত্তে পশু প্রেম জাগিয়াছে?
খুলিয়্যা দেখ্যো তোমার অন্তর পশু ক্যানো জাগ্রত রহিয়াছে?
নিউট্রন বোমার আঘাতে মাতৃক্রোড়ে রক্ত রঞ্জিত
শিশুর ক্রন্দন চিৎকার পৌছায় নাই তোমাদের কর্ণ কুহরে।
অথচ চতুষ্পদ জন্তুর লাগি তোমাদের অন্তরাত্মা ক্রন্দন করিতেছে?
হা - হা - হা - হা - হা
মানুষের লাগি মানুষের মন কাঁদিবে কবে?
কবে সিক্ত হইবে মনুষ্যের দু'নয়ন?
কবে মানুষ কহিবে, আর মানুষ মারিয়ো না।
দোহায় মানুষ, তোমরা আর মানুষ মারিয়ো না।