মাসের শেষে আমার ছেলে স্যালারিটুকুই আনে,
সাধাসিধে ছেলেটা আমার ধর্মকে খুউব মানে।
রূপে- গুণে এমন ছেলে হাজারে এ-কখানা
সারাবিশ্বে কখন কি হয়, সবকিছু তার জানা।
ছেলেটার লেভেল কোথায়, বুঝলেন তো ভাই
এত ভালো ছেলের জন্য পাত্রী কোথা পাই?
আপনার মেয়ের সাথে দেবো আমার ছেলের বিয়ে,
এই প্রস্তাব দিতেই এলাম ঘটক সাথে নিয়ে।
ছেলে আমার আছে বড় সরকারি চাকরিতে
গর্বে আমার বুক ফুলে যায় পরিচয়টা দিতে।
অফিস গিয়ে কত-শত ফাইল যে সে ছাড়ে!
ক্লায়েন্ট কি তার চাহিদা মতো মূল্য দিতে পারে!
ছেলে আমার ভদ্র ভীষণ, সকলেই তা জানে,
ওসব টাকা কখনো সে সামনে নেয় না গুনে।
কত না কষ্টে ফাইলগুলো পাশ করিয়ে দেয়
কেমন দেখায় অল্প স্বল্প কিছুই যদি না নেয়?
অন্যেরা পাঁচশ নিলে ও নেয় হাজার টাকা,
পাঁছে উঁচু স্ট্যাটাস খানা পড়ে যায় ঢাকা।
বাছা কিন্তু নম্র বেজায়, গুরুজন খু-ব মানে,
তারা কিছু নোট দিলে কেমনে তা না আনে?
বলি এতে মন্দ কোথা? এ গুরুজনের দোয়া
শান্ত-শিষ্ট ছেলের পাছে ভদ্রতা যায় খোয়া!
বেয়াই সাহেব, এমন রত্ন কোথায় পাবেন বলুন?
শুভ দিবস দেখে এবার কাজী ডাকি চলুন।