“দেশটা গেছে রসাতলে, বাজেট দেখুন মশাই
মারবে এবার সবকটাকে, কেরানী থেকে কসাই”
“দাদার বুঝি সিগারেটের বড্ড বেশি খায়েশ?
এত্ত ভালো বাজেট পেয়েও মুখে শোকের রেশ!”
“লাগাম লাগাও মুখে তোমার, খুশি হোচ্ছ কীসে?
টেরটি পাবে রিচার্জ - ভ্যাটও ফেলবে যখন পিষে।
নিম্ন আর মধ্যবিত্তের রেহাই তো আর নাই
কী চাও বলো? এই বাজেটের গুণ-কীত্তন গাই?”
“দাদার বুঝি এ সরকারের উপর বেজায় ক্ষোভ,
দেখেও যেন দেখছেন না, এটা উন্নয়নের লোভ”
সব শুনে দোকানদারও খুললো নিজ জবান,
“ভ্যাটমুক্ত শুধু আমার চা-পানের দোকান”