আমি আস্ত একটা পাগল
আমি রামগরুড়ের ছানা,
ভেড়ার পালে কাটছি সাঁতার
হয়নি কিছু-ই জানা।
আমি জানি ক'টা পৃষ্ঠা আছে
ফিজিক্স বইয়ের মাঝে,
জানি না হায় কী রূপ আছে
পাহাড়-নদীর ভাঁজে।
রসায়নের বিক্রিয়া সব
আমার গুলে খাওয়া,
স্কুল পালিয়ে খেলার মাঠে
হয়নি ভুলেও যাওয়া।
গেমিং পিসির মনিটরে
মাথা আমার ঠাসা,
হয়নি কভু আকাশপানে
কল্পনাতে ভাসা।
সত্যি খুবই খুশি হতাম
একাই এমন হলে,
কঠিন সত্য শোন তবে-
সব্বাই আমার দলে।