আমি এক চিলতে আকাশ কিনতে এসেছি...
না, রং এর কোন বালাই নেই আমার,
হোক না- লালচে, হলুদ, নীল কিংবা ধবধবে সাদা।
তবে তার এক কোণে কিছুটা ভোর-সোনালী আভা থাকা চাই-
ওটা আমার ভীষণ পছন্দের।
উড়ে চলা কিছু পাখি থাকলেও মন্দ হয় না মোটে,
রঙিন ক’টা ঘুড়ি আর ফানুস দেবে আমায়?
ওড়াবো আমার সেই ছোট্ট আকাশটায়।
ছোটবেলায় আমি রোজ হাওয়াই জাহাজ ওড়াতাম,
ভয় নেই, এখন আবার ওসব চেয়ে বসবো না;
ওগুলোর অনে-ক দাম! তাছাড়া-
সেসব স্বপ্ন এখন ভুলেও আর আমার চোখ মাড়ায় না।
ঘড়ির কাঁটার সাথে স্বপ্নগুলোও কেমন যেন দিক পাল্টায় ক্ষণে ক্ষণে!
জানো ভাই, মেঘের সাথে যুদ্ধ করার ইচ্ছে আমার বহুদিনের-
বৈশাখী মেষকালো-মেঘের সাথে পেরে উঠবো না জানি,
তাই আমার আকাশে পোয়াখানেক শরতের মেঘ দিও।
দলছুট মেঘগুলোকে বেঁধে রাখবো শক্ত করে,
আমার আকাশে থাকবে আমার একচ্ছত্র রাজত্ব।
জানো তো ভাই, আজ আমি খুউব খুশি- বহুদিনের জমানো টাকায় আমার স্বপ্নপূরণ হবে আজ।
নাহ, আর যেন তর সইছে না আমার-
ও ফেরিওয়ালা ভাই, এবার তোমার ঝোলা থেকে বের করো তো দেখি অমন একটুখানি আকাশ!
একটু কমদামীটাই দেখিও ভাই, আমার অত পয়সা নেই গো!
ওমা! তুমিও আমায় পাগল বললে?
সে তো হাসপাতালের বড় ডাক্তারবাবুও বলেছিল,
-কামড়ে দিয়ে পালিয়ে এসেছি।
একি, যাচ্ছো কোথায়? দাঁড়াও ভাই; আমার কথাটা শুনে যাও!