এইতো সেদিন-
রাস্তার ধারে পড়ে থাকা এক টোকাইয়ের স্বপ্ন কুড়িয়েছি- "দু'মুঠো ভাতের গন্ধমাখা স্বপ্ন"।
কদিন আগে মহামারীতে মৃতপ্রায় পুত্রের জন্য অসহায় মায়ের অশ্রুসিক্ত স্বপ্ন কুড়িয়েছি - "নামমাত্র চিকিৎসার স্বপ্ন"।
সৎ মায়ের অত্যাচারে মা-মরা এক ছোট্ট শিশুর স্বপ্ন কুড়িয়েছি - "মায়ের কাছে স্বর্গে যাওয়ার স্বপ্ন"।
ভোটচুরিতে পরাজিত এক নেতার স্বপ্ন কুড়িয়েছি -
"হারানো সেই গণতন্ত্রকে ফিরে পাবার স্বপ্ন"।
শ্বশুরবাড়ির অত্যাচারে সিলিং ফ্যানে ঝুলে থাকা এক নববধূর আর্তনাদমাখা স্বপ্ন কুড়িয়েছি -
"একটুখানি মমতা পাবার স্বপ্ন"।
আমি পড়ার টেবিলে নির্ঘুম রাত পার করা এক কৃষাণপুত্রের স্বপ্ন কুড়িয়েছি -
"উপহাস করা সমাজটাকে দেখিয়ে দেওয়ার স্বপ্ন"।