জানো,
আমার একটা ক্যালেন্ডার আছে,
তবে লালরঙা শুক্রবারটা নেই।
মস্ত একটা পৃথিবী আমার আছে,
সেথায় নীলচে কোন আকাশ নেই।
আমার মনে শীত - গ্রীষ্ম সবই আছে,
ফুলে ভরা রঙিন কোন বসন্ত নেই।
কম্বলমোড়া শীতের ঘুম আছে,
আমার চোখে কোন স্বপ্ন নেই।
আমার বিশাল একটা নদী আছে,
পালতোলা কোন নৌকা নেই।
অনেক সুগন্ধি ফুল আছে আমার,
তবে তাদের জন্য কোন ফুলদানি নেই।
ঘরের কোণে খোলা জানালা আছে,
দখিন হাওয়ায় দোলা বসন্তটা নেই।
মুঠো ভর্তি আলো - হাওয়া সবই আছে,
শুধু আমার একটা “তুমি” নেই।