স্বপ্নটা যখন আকাশ ছুঁয়েছিলো
নামের আগে তখন মোদের “দস্যি” নামটা ছিল,
শিশিরমোড়া সূয্যিমামাও মুচকি হেসেছিলো
সেদিন মরচে ধরা রেডিওতে আনন্দ ভাসছিলো।
ধোঁয়া-ওঠা চায়ের কাপে আশা জেগেছিলো
মোদের চোখে সেদিন ওরা আগুন দেখেছিলো,
গর্জে ওঠা সরল জাতি মানচিত্র কিনেছিলো
দিনটা সেদিন ডিসেম্বরের ১৬ তারিখ ছিল!