আমারে যে ডাকিয়াছে ভুল করে একবার
আমি জানি সাধ্য কি আছে তারে ভুলবার।
পাখি ডাকে সাড়া দেই, নদী ডাকে জল বাই
পথ ডাকে পাড়ি দেই।
তবু কেনো কোথাও - কোথাও যেনো কেউ নেই।

কোন সে গোলকধাঁধায় বন্দী জীবন
কিসের এত মায়াজাল।
মুহূর্তেই মনে হয় যারা ডাকে
তারা কি জীবনে আদৌ ছিলো কোনোকাল।

জীবনে এ কি তবে স্বপ্নের রেশ____
স্বপ্নেরা তো আসে ঘুমের বেশে
আমি তো আদি অনন্তকাল ঘুমাই না
তবে কি পেলো জীবন অবশেষে....?

স্বপ্ন না - দুঃস্বপ্ন, আশা নাকি হতাশা
জীবনের হাহাকার ভেদ করে
নির্ঘুম রাতকে একমাত্র সঙ্গী করে
ক্লান্ত হৃদয়ে এই যে পথ চলেছি
গন্তব্যের আভাস পর্যন্তও মেলে না।

তবু হৃদয়ের সমস্ত  গ্লানি উপেক্ষা করে
পথ চলি, পথ চলি আমি পৃথিবী খুঁজতে
নির্জন অন্ধকারে একদম একেলা।

মাঝে মাঝে মনে হয়_______
যেভাবে সাথীরা ছেড়ে গেছে
ঠিক সেভাবেই সময়ও আজকাল সঙ্গ দেয় না।
দু'পা সামনে এগুতেই যেন কেটে যায় বেলা
আবার পেছন ফিরে দেখি সামনে অবহেলা।