স্রস্টা আমারে এমনি করিয়াই সৃষ্টি করেন নাই
ভেবোনা স্রস্টার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নাই।
উদ্দেশ্যহীন তো আমি, মেতেছি রঙ তামাশায়
রঙের মজলিসে বসার লাগি, আসিনি দুনিয়ায়।

চোখ থাকিতেও অন্ধ হইয়াছি, পাপের পথে দিচ্ছি পাড়ি
সাড়ে তিন হাত কবর ভুলে, লোভ লালসায় বুনছি বাড়ি।
মিথ্যা শুনি সত্যের মতো, যগতের আছে অন্যায় যত
হারাম জিনিস হালাল ভেবে, কিই'বা সুখ পাই।

স্রস্টা আমারে এমনি করিয়াই সৃষ্টি করেন নাই
ভেবোনা স্রস্টার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নাই।

ফায়সা কথা ফ্যাশন এখন, ফ্যাশন ফাসাদ সৃষ্টি
শিরকের গুনাহ মথায় নিয়ে, বলি প্রকৃতির সৃষ্টি।
নাস্তিকতার নিয়ম মানি, আধুনিকতার নামে
আধুনিক হয়ে বেশ দেখেছি, অশ্লীলতাই টানে।

ধর্মের নামে অধর্ম শিখেছি, শিখেছি বেহায়াপনা
সত্য শুনিলে মাথা ধরে ভাই, তুই মিথ্যা কথাই শোনা।
পাপ পুণ্য ভুলিয়া গিয়াছি, আপন মনে আজ মাতিয়াছি
মর্জিমতো চলার লাগি তো, দুনিয়ায় আসি নাই।

স্রস্টা আমারে এমনি করিয়াই সৃষ্টি করেন নাই
ভেবোনা স্রস্টার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নাই।