রুপলতা-যদি কখনো মনে হয়, ফিরে এসো
আজো তোমার জন্য অপেক্ষার প্রহর গুনি।
সমস্ত পাড়া যখন ঘুমের ঘোরে
আমি ছুই তোমায় জ্বোনাক পোকার ছলে,
কানে আসে কত ঝিঁঝিঁপোকা ধ্বনি
কান পেতে রই যেন তোমারই ডাক শুনি।

রুপলতা-যদি কখনো মনে হয়, ফিরে এসো।


তুমি নেই বলে ঈশান কোনের সূর্যটা অন্ধকার
তুমি নেই বলে এ জীবনের বদ্ধ দুয়ার।
তুমি নেই বলে পোষাপাখিটা, ভালোবেসে আর ডাকে না
তুমি নেই বলে এ অরুণ শিল্পী, আর ছবি আঁকে না।

রুপলতা-যদি কখনো মনে হয়, ফিরে এসো।

দক্ষিণা হাওয়া আমায় ছুলে, পেছন ফেরে দেখি
বারান্দায় দোলনাটা একাই দোলে,
আজো সে তোমার অপেক্ষায়।

রুপলতা-যদি কখনো মনে হয়, ফিরে এসো।

ফিরে এসে যদি বদ্ধ দুয়ার দেখে
অভিমান আরো বেড়ে যায়,
তাই দক্ষিণ দুয়ার এখন উন্মুক্ত।
তুমি হীনা এ উদাস কবির মন
নিছক বৃথাই করে বেঁচে থাকার আন্দোলন।

রুপলতা- ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো।