সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী
ওহে ভন্ডের দল, ধর্ম বেঁচে আর কতকাল খাবি।
ধার্মিকতার লেবাজ পড়ে, অধর্ম করো প্রচার
শিরক, বিদআত, কুফর দিয়ে পূর্ণ ধনভাণ্ডার।
মুহাম্মদ নবী, শ্রেষ্ঠ মানব ছিলেন তিনি
জীবন দশায় কোনোদিন তো, জন্মদিন
পালন করেন নি।
আল-আমিন ছিলেন তিনি, মৃত্যু মুখেও
কোনোদিন তো মিথ্যা বলেন নি।
তবে কেন আজ, ও'হে গুটিবাজ গেওরা
গাছের মতো,
কাই মেখে চোখে, সত্যকে রেখে মিথ্যে
রটাও যত।
একটা মজার কাহিনি বলি শোনো;
একদা এক আসরের ওয়াক্তে
অজ্ঞাত ব্যাক্তি কোনো,
মসজিদে ঢুকিয়া পড়িল নামাজ।
মনে হইলো, এ'কি চারের বদলে
মহাশয় মনে হয় পড়িল রাকাত পাঁচ।
নামাজ শেষে কাছে ডাকিয়া, কহিলাম;
একি মহাশয়, চারের বদলে পড়িলেন
মনে হয় পাঁচ?
মহাশয় হাসিল, 'হাসি দেখিয়া টনক নড়িল
মনে হইলো কতই না জ্ঞানী গুনি সে'তো।
মহাশয় বলিল, 'শোনো বাপু আজ
আমি গুটিবাজ পাপ করি কতশত,
মরিবার কালে, যতটুকু মেলে বাড়িয়ে
করি তত।
বলিলাম আমি, হে অন্তর্যামী একি শুনি
তব আজ,
তোমার বিধানের বাধন খুলিয়া বানায়েছে
একি এরা আজ!
আমি রাগিলাম, ও'হে বুড়ো ভাম
ধর্ম কি চাল ডাল?
আজ পোলাও হোক, কাল খিচুড়ি
ক্ষীর পায়েস অন্যকাল।
পাপ মোচন করিতে আসিয়া করিতেছেন
ফের পাপ।
এটা ধর্ম, ইমান ইখলাসে চলেনা গুটিবাজ।
তবে বলি শুনেন, নবী মুহাম্মদ বলেন;
দ্বীনের ভেতরে নতুন কিছু উদ্ভাবন, দেখিলেই
তোমরা করিবে তাহা বর্জন।
হয় হোক সেটা সওয়াবের আশায়, হয় হোক
সেটা মন্দ কিংবা ভালো
যদি পারো তবে হৃদয়ে জ্বলিবে প্রদীপ আলো।